নকশালবাড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে মীরজাফরের সঙ্গে তুলনা করলেন তিনি। বুধবার রাতে নকশালবাড়ি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে সায়ন্তিকা বলেন, “মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন এখন আর মীরজাফর নাম রাখে না, আগামীদিনে তেমনই হিন্দু পরিবারের ঘরে পুত্রসন্তান জন্মালে তাঁর নাম শুভেন্দু রাখা হবে না। কারণ তৃণমূল কংগ্রেস দুধ কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করে দিয়েছে।”
পাশাপাশি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেও কটাক্ষ করেন সায়ন্তিকা। তিনি বলেন, “একটা সিনেমা বেরলে তার একটা নাম থাকে। বিজেপির ক্ষেত্রে নাম হবে জুমলা। আর তার ডিরেক্টর হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার পরিচালনায় থাকবেন পাপ্পু শাহ। আমি ওনাকে পাপ্পু শাহ হিসাবেই মনে রাখতে চাই।” উল্লেখ্য, এদিনের এই বিজয়া সমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিং জেলার সমতলের তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব।