জয়জয়কার বাংলার। এবার জাতীয় গেমসে পুরুষদের ফুটবলে উজ্জ্বল রাজ্যের দল। ফাইনালে ৫-০ গোলে কেরলকে হারিয়ে সোনা জিতল বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন ছেলেরা। বাংলার হয়ে হ্যাটট্রিক করলেন অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। বাকি দু’টি গোল রবি হাঁসদা ও অমিত চক্রবর্তীর। চলতি বছর সন্তোষ ট্রফিতেও মুখোমুখি হয়েছিল বাংলা ও কেরল। সে বার বাংলাকে হারিয়ে ট্রফি জিতেছিল দক্ষিণের রাজ্যটি। এবার তার মধুর প্রতিশোধ নিল বাংলা। আহমেদাবাদের একা এরিনায় খেলার শুরু থেকেই দাপট দেখান বাংলার ফুটবলাররা। ১২ মিনিটেই বাংলাকে এগিয়ে দেন রবি। এরপর যত সময় গড়িয়েছে, তত ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়েছে বাংলা। দু’প্রান্ত ব্যবহার করে তারা একের পর এক ক্রস ভাসিয়েছে কেরল বক্সে। ৩০ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে ফিরতি বলে গোল করে ব্যবধান বাড়ান নরহরি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম ৬ মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নরহরি। ৪৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ২ মিনিট পরেই হেডে নিজের তৃতীয় ও বাংলার চতুর্থ গোল করেন নরহরি। এদিন বাংলার আক্রমণ ভাগের পাশাপাশি রক্ষণভাগও ছিল সমান সপ্রতিভ । গোল করার সে রকম কোনও সুযোগ পাননি কেরলের স্ট্রাইকাররা। খেলা শেষ হওয়ার আগে নরহরির পাস থেকে বাংলার হয়ে পঞ্চম গোলটি করেন অমিত চক্রবর্তী।