ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার ধানতলা থানা এলাকায়। অভিযোগ, বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর গাড়িকে রাস্তা দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। সে সময় ঠাকুর ভাসান দিতে যাচ্ছিল একটি ক্লাব। বিজেপি বিধায়কের গাড়ি দাঁড় করানোয় বিধায়কের দেহরক্ষীরা নেমে এসে মারধর করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বিধায়কও গায়ে হাত তোলেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ঘটনাটি ঘটে ধানতলা থানার বড়বড়িয়া এলাকায়। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমনি অধিকারী। তাঁর গাড়ি এদিন স্থানীয় দত্তফুলিয়া এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় আবার দত্তফুলিয়ার এক প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রার কারণে গাড়ি দাঁড়িয়ে পড়ে বলে অভিযোগ। সেই সময়ই ঝামেলা। দত্তফুলিয়া গ্রামপঞ্চায়েতের এক সদস্যকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।
পুজো উদ্যোক্তাদের দাবি, মনোজিৎ বিশ্বাস নামে এক গ্রামপঞ্চায়েত সদস্য ছিলেন ভাসানের সময়। তাঁর গায়েই হাত তোলা হয়। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর দেহরক্ষীরা মারধর করেন বলে অভিযোগ। যদিও বিধায়কের দাবি, ‘এটা একেবারেই মিথ্যা কথা’।