ফের কেন্দ্রীয় বঞ্চনার শিকার হল বাংলা। আরো একবার স্পষ্ট হল বাংলার প্রতি মোদী সরকারের দুয়োরানিসুলভ আচরণ। উৎসবের মরসুমে বাড়তি ট্রেন জুটল না বাংলার বরাতে। দেশজুড়ে ১৭৯টি বিশেষ ট্রেন, ২ হাজার ২৬৯টি বিশেষ ট্রিপ করছে, সেখানে পূর্ব রেল পেল মোটে ১৪টি বিশেষ ট্রেনের ১০৮টি ট্রিপ। পুজোর সময়ে বেড়াতে পছন্দ করে পর্যটনপ্রিয় বাঙালি। তাদের পছন্দের জায়গার তালিকায় শীর্ষে থাকে দার্জিলিং ও পুরী। কিন্তু ওই দুই জায়গার ট্রেনগুলির লম্বা ওয়েটিং লিস্ট। রেলের তরফে পর্যাপ্ত ট্রেন দেওয়ার দাবি করা হলেও, বাস্তবের ছবিটা সম্পূর্ণ বিপরীত। স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। টিকিট কনফার্ম হওয়ার আশায় অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ট্যুরই বাতিল করেছেন অনেকে। কেউ কেউ আবার ট্রেন ছেড়ে বাস ধরেছেন। কেন বাংলাকে পর্যাপ্ত ট্রেন দেওয়া হল না, নানা মহলে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু হয়েছে বিতর্কের ঝড়।
পাশাপাশি প্রশ্ন উঠছে, বিজেপির বাংলায় জয়লাভ অধরা থেকে গেল বলেই কি এমন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে বাংলাবাসীকে? নবমীর দিন ভারতীয় রেল পুজো, দীপাবলি ও ছটপুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেনের তালিকা প্রকাশ করেছে, সেখানেও বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনা স্পষ্ট হয়েছে। ৩রা অক্টোবর থেকে ছট পুজো পর্যন্ত দক্ষিণ পশ্চিম রেলওয়েতেই ২২টি বিশেষ ট্রেন ৪৩৩টি ট্রিপ করবে, নর্দান রেলওয়ের ৩৫টি বিশেষ ট্রেন ৩৬৮টি ট্রিপ করবে, ওয়েস্টার্ন রেলওয়েতে ১৮টি বিশেষ ট্রেন ৩০৬টি ট্রিপ করবে। নর্থ সেন্ট্রাল রেলওয়ের ৮টি ট্রেন ২২৩, সাউথ সেন্ট্রাল রেলওয়ে ১৯টি ট্রেন ১৯১টি ট্রিপ করবে। পূর্ব রেলে অল্প কিছু সংখ্যক বিশেষ ট্রেন চলছে। তবে স্পেশাল ট্রেনগুলির ভাড়া অনেকটাই বেশি। ফলত বিপাকে পড়েছে আমজনতা।