মন্দার সম্ভাবনা বাড়ছে। এবার এমনই খারাপ পূর্বাভাস দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ)। ২০২৩ সালের আন্তর্জাতিক অর্থনৈতিক বৃদ্ধির অনুমান হ্রাস করল আইএমএফ। শুধু তাই নয়। আগামী ২০২৬ সালের মধ্যে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার হ্রাস করা হয়েছে। বৃহস্পতিবার আইএমএফ-এর এমডি ক্রিস্টালিনা জর্জিভা এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে সমস্ত হিসাব বদলে যায়। অনেক দেশ ইতিমধ্যেই অর্থনীতিতে যুদ্ধের বড় প্রভাব দেখতে পাচ্ছে।
তিনি জানান, এখনও পর্যন্ত আইএমএফ তিনবার তার আন্তর্জাতিক বৃদ্ধির অনুমান হ্রাস করেছে। ২০২২-এর জন্য এই বৃদ্ধি ৩.২ শতাংশ এবং ২০২৩-এর জন্য এটি ২.৯ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। মন্দার সম্ভাবনা বাড়ছে বলেও স্পষ্ট জানান জর্জিভা। উল্লেখ্য, অনুমান করা হচ্ছে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ দেশেই চলতি বা আগামী বছরে দুই চতুর্থাংশ অর্থনৈতিক সংকোচন হতে পারে। যার মধ্যে রয়েছে মোদীর ভারতও। অর্থাৎ মন্দার হাত থেকে রক্ষা পাবে না এ দেশও।