সময়টা যেন বিশেষ ভাল যাচ্ছে না কাঁথির অধিকারী পরিবারের। একদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া। অন্যদিকে তখন একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবার যেমন শ্মশান-দুর্নীতি মামলায় সৌমেন্দুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করল কাঁথি থানার পুলিশ। সূত্রের খবর, শুক্রবার সকালে শুভেন্দুর ভাইকে কাঁথি থানায় তলব করা হয়।
পুরসভার কাছে শ্মশানের জমিতে দোকান তৈরি নিয়ে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। এছাড়া, পুরসভার ত্রিপল দুর্নীতি-সহ একাধিক অভিযোগে থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়। এ নিয়ে আদালতের দ্বারস্থ হলে গত ১১ অগস্ট বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতিকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয় কলকাতা হাই কোর্ট। জানানো হয়, গ্রেফতার করা যাবে না তাঁকে। এর মধ্যেও বেশ কয়েক বার কাঁথি থানায় তলব করা হয় সৌমেন্দুকে। আবার তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। গত ২৯ সেপ্টেম্বর হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দেয়। আদালত জানায়, সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না। তবে সংশ্লিষ্ট মামলার তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। এর পরই শুক্রবার সৌমেন্দুকে ডেকে পাঠায় কাঁথি থানার পুলিশ।