এক ব্যক্তি যে কোনও একটি আসনে লড়তে পারবেন। জন প্রতিনিধিত্ব আইন সংশোধন করে কেন্দ্রীয় সরকার এই নিয়ম চালু করুক। ১৮ বছর পর ফের কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করল জাতীয় নির্বাচন কমিশন।
এর আগে ২০০৪ সালে একই পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশন। সম্প্রতি সুপ্রিম কোর্ট এই বিষয়টি খতিয়ে দেখতে পরামর্শ দেয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে।
এক্ষেত্রে নির্বাচন কমিশনের যুক্তি, কোনও এক ব্যক্তি একসঙ্গে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে যদি তিনি দুটি আসনেই জয়লাভ করেন, তিনি একটি আসন ছেড়ে দেন, সেক্ষেত্রে পুনরায় নির্বাচনের প্রয়োজন হয়। যাতে সরকারি অর্থের অপব্যবহার হয়।
তাছাড়া দুটি আসনে জয়লাভ করার পর একটি আসন ছেড়ে দিলে, সেই আসনের ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়।