দুর্গাপুজো শেষ। বাংলার ঘরে ঘরে এখন প্রস্তুতি চলছে কোজাগরী লক্ষ্মীপুজোর। উল্লেখ্য, হাওড়ার বেশ কিছু গ্রামে দুর্গাপুজোর মতোই ঘটা করে লক্ষ্মীপুজো উদযাপিত হয়। আমতার খালনা, বাগনানে জোকা গ্রামে আকর্ষণীয় পুজোমণ্ডপ সেজে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শকের সমাগম ঘটে। বর্তমানে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে মণ্ডপে মণ্ডপে। পাঁচলার গঙ্গাধরপুরেও লক্ষীপুজোর রেওয়াজ রয়েছে। সেভাবে থিম পুজো চোখে না পড়লেও ক্লাবে ক্লাবে অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুজো। চলে বেশ কয়েকদিনের অনুষ্ঠানও।
প্রসঙ্গত, গত দু’বছর করোনা আবহে সেভাবে মণ্ডপসজ্জা বা উৎসাহ চোখে পড়েনি। এবার দুর্গাপুজোর মতোই সর্বত্রই ছন্দে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ্মীপুজো জেলা জুড়ে। উলুবেড়িয়া শহরেও দেখা গেল পসরা। লক্ষ্মী প্রতিমার সারি, মাটির সরঞ্জাম, মনোহরি দ্রব্য, পুজোর সরঞ্জাম-সহ বিভিন্ন দোকানে ইতিমধ্যেই শুরু হয়েছে বিকিকিনি। ব্যবসায়ীদের কথায় জানা গিয়েছে, গত দু’বছর একেবারেই বাজার ছিল তলানিতে। তবে এ বছর সব মিলিয়ে শুরু থেকেই অর্থাৎ বিজয় দশমীর পরদিন থেকেই ছন্দে বাজারহাট। ব্যবসায়ীরাও আশাবাদী।