দুর্গোৎসব শেষ হলেও বৃষ্টির হাত থেকে নিস্তার নেই বাঙালির। এখনও আকাশে ঘনঘোর মেঘের আনাগোনা। লক্ষ্মীপুজোতেও উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্মীপুজো অবধি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তুমুল বৃষ্টি হবে পাহাড়ি জেলাগুলিতে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্যাচপ্যাচে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের মেঘ কাটলেও বৃষ্টির ছুটি হচ্ছে না এখনই। কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
পাশাপাশি, শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ৪-৫ দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে। দক্ষিণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
