মাঝে দুবছরের বিরতি। এবার ফিরতে চলেছে কার্নিভালের ঝকমকে ছবিটা। পরশু রেডরোডে এবছরের পুজো কার্নিভাল। আর তা ঘিরেই সাজো সাজো রব রেড রোড জুড়ে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কার্নিভালে পুজো কমিটিগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশের। । মোট ১০০টি পুজো অংশ নিচ্ছে। ৪টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেরার সেরা ৪২টি পুজো, সেরা ভাবনায় ১৯টি পুজো, সেরা পরিবেশ বান্ধব ১৬টি পুজো, বিশেষ পুরস্কার পাচ্ছে ২২টি পুজো। সকাল সাড়ে এগারোটা থেকে বেলা বারোটার মধ্যে পুজো কমিটিগুলোকে রেড রোডে ঢুকতে হবে। ৩টে ট্রেলার বা ট্যাবলো নিয়ে যেতে পারবে পুজো কমিটিগুলি। শোভাযাত্রায় সর্বাধিক ৫০ জনের থাকার অনুমতি। মুখ্যমন্ত্রীর জন্য কোনও উপহার নিয়ে আসতে পারবে না পুজো কমিটিগুলি।
শনিবার বিকাল সাড়ে ৪ টে থেকে শুরু হবে কার্নিভাল। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে মোট ৯৯ টি পুজো কমিটির প্রতিমা আসবে কার্নিভালে। সেক্ষেত্রে কার্নিভাল শেষ হতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেই মোতাবেক প্রস্তুতি রেখেছ কলকাতা পুলিশ।