উৎসবের মরসুমে স্বস্তির হাসি বাংলাবাসীর মুখে। কমল করোনায় মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত ১৫০ জন। রাজ্য স্বাস্থ্যদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ১৫ হাজার ৪৪৫। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৫১৩ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯১ হাজার ৯০৬ জন।
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৯ শতাংশ। একদিনে ৫ হাজার ৩৪৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.৮১ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ১ হাজার ৩৯৭ ডোজ দেওয়া হয়েছে। মোট ১ কোটি ৫১ লক্ষ ১৩ হাজার ৮০৯ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে সারা বাংলায়।