প্রতি বছর মোট ছ’টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। তবে সবকটি বিভাগের মধ্যে বরাবরই চর্চার কেন্দ্রে থাকে নোবেল শান্তি পুরস্কার। এবারও তাতে রইল চমক। যুদ্ধের মধ্যেও শান্তি স্থাপনে বড় ভূমিকা পালনের জন্য ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল রাশিয়া এবং ইউক্রেনের দুই মানবাধিকার সংস্থাকে। এই দুই সংস্থা হল রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনাল মেমোরিয়াল এবং ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবারটিস।
একদিকে যখন দুই দেশ সম্মুখ সমরে, তখন রাশিয়া ও ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লাগাতার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে এই দুই সংস্থা। আর তাই দুই সংস্থাকেই চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হল। একইসঙ্গে নোবেল শান্তি পুরস্কার জিতলেন বেলারুশের মানবাধিকার রক্ষা কর্মী এলস বিয়ালিয়াটস্কি।