উৎসবের আমেজের মাঝেও তুঙ্গে রাজনীতি। দশেরার অনুষ্ঠানেই শিবসেনার উপরে কার অধিকার রয়েছে, তা নিয়ে শুরু হল চরম টানাপোড়েন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে দশেরার অনুষ্ঠান মঞ্চ থেকেই বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরকে হুঁশিয়ারি দেন। একইসঙ্গে বলেন, ‘এবারের রাবণ আলাদা। তবে এই রাবণও জ্বলে পুড়ে ধ্বংস হবে’।
শিবাজি পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে দাঁড়িয়ে শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘অনেকে প্রশ্ন করেন, শিবসেনার কী হবে? এখানের ভিড় দেখে এখন প্রশ্ন একটাই- বিশ্বাসঘাতকদের কী হবে? আজ সকলে এখানে জমায়েত হয়েছেন প্রত্য়েক বছরের মতো এ বছরও রাবণকে দহন করা হবে। তবে এবারের রাবণ আলাদা’।
উল্লেখ্য, গত জুন মাস থেকে শিবসেনার দুই শিবিরের মধ্যে বিরোধ শুরু হয়। ৪০ জনেরও বেশি বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গে মিলিত হয়ে সরকার গড়েন বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। তিনি মুখ্যমন্ত্রী হন, উপমুখ্যমন্ত্রী পদ পান বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস। এরপর থেকেই উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডের শিবিরের মধ্যে শিবসেনার উপরে অধিকার নিয়ে লড়াই শুরু হয়।