এর আগে গত ১৮ সেপ্টেম্বর হরিপাড়ে ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া এক ১১ বছরের শিশুকন্যার পায়ে জুতোর ফিতে বেঁধে দিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের ভারত জোড়ো যাত্রায় জুতো পরিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার কর্নাটকের মাণ্ড্যতে মা সোনিয়া গান্ধীর পায়ে জুতো ফিতে বেঁধে দিলেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথম বার ভারত জোড়ো যাত্রায় অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া। মাণ্ড্যতে পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় হঠাৎই তাঁর পায়ের জুতোর ফিতে আলগা হয়ে গিয়েছিল। হাঁটতে গিয়ে থমকে গিয়েছিলেন সোনিয়া। বিষয়টি নজরে আসতেই রাহুল নিচু হয়ে ফিতে বেঁধে দেন।