বাতাসে বিজয়ার সুর। বাঙালির মনে বিষাদের আবহ। তবে পুজো শেষ হলেও আপাতত বৃষ্টির শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও কলকাতার আকাশ মেঘলা। এদিন সকালে শহরের নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এভাবেই দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনকী বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এখনই বৃষ্টি শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন এভাবেই দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। এই সপ্তাহের শেষে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে বর্ষার দাপট এখনও জারি থাকবে বলেই মনে করছেন আবহবিদরা।
