সাংসদ সংখ্যার নিরিখে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। কিন্তু তা সত্ত্বেও সংসদের সংসদীয় স্থায়ী কমিটিতে ঠাঁই হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সংসদের খাদ্য এবং গণবণ্টন সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। সুদীপের মতো একজন প্রবীণ সাংসদকে সরিয়ে প্রথমবারের সাংসদ লকেটকে সংসদের এইরকম একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত, রাজ্য বিজেপির একটা বড় অংশই লকেট বিরোধী। তাঁদের বক্তব্য, লকেটকে সংসদীয় কমিটির মাথায় বসিয়ে কেন্দ্রীয় নেতারা তাঁর গুরুত্বই কমাতে চেয়েছেন। উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই গোষ্ঠী কোন্দলের কারণ রাজনৈতিক মহলের চর্চায় রয়েছেন লকেট। রাজ্য বিজেপির বিভিন্ন শিবিরের লড়াইয়ে তাঁর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছে। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর লকেটকে ঘিরে বিজেপিতে গোষ্ঠী কোন্দল আরও তীব্র হয়েছে। রাজ্য পার্টিতে লকেট-ঘনিষ্ঠরা অনেকেই কোণঠাসা হয়েছে।
