আচমকাই ঘটে গেল দুর্ঘটনা। যাত্রা শুরুর মাত্র ৬ দিনের মাথায় যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। বৃহস্পতিবার সকালে মুম্বই সেন্ট্রাল এবং গান্ধিনগর ক্যাপিটালের মধ্যে চলাচলকারী এই সুপারফাস্ট বিলাসবহুল ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। বাটওয়া এবং মণিনগর স্টেশনের মাঝে দুরন্ত গতিতে ছুটে আসা এই এক্সপ্রেস ধাক্কা মারে মোষের পালকে। মোষগুলি লাইন পেরোচ্ছিল বলে জানা গিয়েছে। ধাক্কার চোটে ট্রেনের সামনের অংশ একদিনে ভেঙে গিয়েছে। ট্রেনের ইঞ্জিনের ক্ষত মেরামত করছে রেল।
প্রসঙ্গত, গত ৩০শে সেপ্টেম্বর দেশের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের পথচলা শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সর্বোচ্চ ১৬০ কিমি গতিবেগে ছুটবে এই অত্যাধুনিক ট্রেন। শতাব্দীর থেকেও বেশি সুযোগ সুবিধা রয়েছে এই ট্রেনে। কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করার ৬ দিনের মাথায় বড় বিপর্যয়ের মুখে পড়ল ট্রেনটি। একপাল মোষকে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে ট্রেনের ইঞ্জিন। যে কারণে ইঞ্জিনের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত কোচটি মেরামতের জন্য কারশেডে রাখা হয়েছে স্বাভাবিকভাবেই এহেন দুর্ঘটনার ট্রেনটির নির্মাণ নিয়ে বির্তক শুরু করেছে। কী দিয়ে তৈরি ট্রেন? কেন এভাবে ক্ষতিগ্রস্ত হল? প্রশ্ন উঠেছে একাধিক মহলে।