বুধবার, দশমীর দিন বিসর্জন চলাকালীন জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানের জেরে বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তা থেকে শিক্ষা নিয়েই এবার বিশেষভাবে সক্রিয় নবান্ন। ঘাটগুলিকে নিরাপত্তায় বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্য সচিব। এমনটাই খবর নবান্ন সূত্রে।
জানা গিয়েছে, বিভিন্ন জেলার জেলাশাসকদের মুখ্য সচিব নির্দেশ দিয়ে জানিয়েছেন বিসর্জন চলাকালীন ঘাট গুলিতে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে বিসর্জন চলাকালীন কোন মৃত্যু বা ডুবে যাওয়ার মত ঘটনা না ঘটে। প্রয়োজনে জেলাশাসকদেরও ঘাটগুলি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। জেলাশাসকদের পাশাপাশি বিভিন্ন মহকুমার মহকুমা শাসকদেরও প্রয়োজনে ঘাটগুলি পরিদর্শন করতে হবে। বিসর্জন চলাকালীন সময় জেলা প্রশাসনের আধিকারিকদের ও প্রয়োজনে থাকতে হবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন মুখ্য সচিব।