শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর মাত্র কয়েকদিন পরেই অজি-মুলুকে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যা ঘিরে তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ। বুধবার গভীর রাতে অস্ট্রেলিয়ায় রওনা হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। প্রতিযোগিতা শুরু হচ্ছে ২২শে অক্টোবর। ২৩শে অক্টোবর তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। দল রওনা হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পুরো দলের ছবি পোস্ট করা হয়। অনুশীলনের ভিডিও পোস্ট করে বিসিসিআই। অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এত আগে সে দেশে চলে যাচ্ছে টিম ইন্ডিয়া। বিশেষ করে, ভারতীয় দলের অনেকেরই অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই। সেই কারণেই ভারতীয় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বাড়তি প্রস্তুতি ম্যাচও খেলবেন রোহিত-বিরাটরা।
আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত পার্থে ভারতীয় দলের অনুশীলন করার কথা। সেখানেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন কোহলিরা। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের উদ্যোগে এই ম্যাচের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পর রোহিতরা চলে যাবেন ব্রিসবেনে। সেখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। এই দু’টি ম্যাচের ব্যবস্থা করেছে আইসিসি। বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের জন্যই দু’টি করে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের বিশ্বকাপ দলে স্ট্যান্ড বাই হিসাবে যাঁরা রয়েছেন, তাঁদেরও ধরলে মোট পাঁচ জন ক্রিকেটারের অস্ট্রেলিয়ায় খেলার তেমন কোনও অভিজ্ঞতাই নেই। সূর্যকুমার যাদব এবং হর্ষল পটেল ২০০৯ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এক বার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। অর্শদীপ সিংহ ও দীপক হুডা ২০১৩ সালে অনূর্ধ্ব১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। রবি বিষ্ণোই এক বারও অস্ট্রেলিয়া যাননি। ফলে এঁদের কাছে এই প্রস্তুতি শিবির এবং ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।