মার্কিন মুলুকে আকচারই দেখা যায় বন্দুকবাজদের দৌরাত্ম্য। এবার থাইল্যান্ডেও হামলা চালাল বন্দুকবাজরা। সে দেশে দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ২২ শিশু-সহ অন্তত ৩৪ জনের। হামলায় জখম হয়েছে অনেকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরপূর্ব প্রদেশের একটি ক্রেশে। জানা গিয়েছে, গণহত্যার পর আত্মঘাতী হয়েছে আততায়ী।
থাইল্যান্ডে বন্দুকবাজের হামলার ঘটনা বিরল। যদিও সেদেশে সহজেই সঙ্গে বন্দুক রাখার লাইসেন্স পেয়ে যান একজন সাধারণ নাগারিক। যদিও এদিনের হামলাটি ছিল প্রকৃতই ভয়ংকর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তরপূর্ব প্রদেশের একটি ‘চিলড্রেন ডে কেয়ার সেন্টারে’ বা ক্রেশে ঢুকে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক দুষ্কৃতী। তাতেই মৃত্যু হয়েছে মোট ৩৪ জনের। তাদের মধ্যে ২২ শিশু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের কোপায় ওই বন্দুকবাজ। শেষ নিজে আত্মঘাতী হয় সে। এদিকে ঘটনার কথা জানতে পারার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী। যদিও গণহত্যা রোখা যায়নি বলেই খবর। হামলায় জখমদের হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি।