মালবাজারের মাল নদীতে হড়পা বানে মৃত্যুমিছিল। নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং জখমদের চিকিৎসায় ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে টুইটে আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে।
মালবাজারে হড়পা বানে প্রাণহানির ঘটনায় টুইটে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে উল্লেখ করেন, এখনও পর্যন্ত ৮ জনের প্রাণহানি হয়েছে। জখম ১৩ জন হাসপাতালে ভরতি। অন্তত ৭০ জন মানুষকে রাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে। আর কেউ নিখোঁজ নন। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী মৃত আটজন হলেন – তপন অধিকারী (৭২), শুভাশিস রাহা (৬৩), রুমুর সাহা (৪২), বিভা দেবী (২৮), সুস্মিতা পোদ্দার (২২), স্বর্ণদেবী অধিকারী (২০), ঊর্মি সাহা (১৩), অংশ পণ্ডিত (৮)। বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও মাল নদীতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে লাগাতার বৃষ্টির জেরে উদ্ধারকাজ মাঝে মাঝেই বাধা পাচ্ছে। বিপদগ্রস্তদের সুবিধায় দু’টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বর দু’টি হল – ০৩৫৬১২৩০৭৮০ এবং ৯০৭৩৯৩৬৮১৫।