নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলাদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বস্তি অঞ্চলের এক চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে মঙ্গলবার জানানো হয়, ধর্ষিতা ওই মহিলা পুলিশের কাছে অভিযুক্ত চিকিৎসক এবং তাঁর আরও দুই সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।
পুলিশের তরফেই জানা যায় যে, অভিযুক্ত চিকিৎসক বস্তি সদর কোতোয়ালি এলাকার একটি হাসপাতালে কাজ করেন। কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারিণীর সঙ্গে আলাপ হয় অভিযুক্ত চিকিৎসকের। বন্ধুত্ব ক্রমশ গভীর হয়। অভিযোগকারিণীকে উদ্ধৃত করে পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে তাঁর হস্টেলে ডেকে পাঠান। অভিযোগ, সেই সময় হস্টেলের ঘরে থাকা আরও দুই চিকিৎসককে নিয়ে তাঁকে ধর্ষণ করেন ওই চিকিৎসক। অভিযোগকারিণী একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা।