মহারাষ্ট্রে দশেরা এবার অন্যরকম। রাবণের কুশপুতুলের উচ্চতা, পোড়ানোর আয়োজন, নিরাপত্তা, অগ্নিসুরক্ষা ব্যবস্থা ইত্যাদিকে ছাপিয়ে গিয়েছে একটি আলোচনা, দাদারের শিবাজী পার্ক নাকি বান্দ্রার বিএমসি ময়দান, ভিড় বেশি হবে কোথায়।
দুটিরই আয়োজক শিবসেনা। মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজী পার্কে সভা করবেন শিবসেনার সুপ্রিমো উদ্ধব ঠাকরে। বান্দ্রার সভার আয়োজক মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা।
দু পক্ষই আদালতে গিয়েছিল শিবাজী পার্কে অনুষ্ঠান করার অনুমতি আদায়ে। আইনি লড়াইয়ে জিতে গিয়েছেন উদ্ধব। তাঁর বাবা, শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরে ১৯৬৬ সালে শিবাজী পার্কের অনুষ্ঠানের সূচনা করেছিলেন। সেই থেকে ২০১৫, মারা যাওয়ার আগে পর্যন্ত প্রতি বছর তিনিই থাকতেন মুখ্য বক্তা। বালা সাহেবের মৃত্যুর পর ভাষণ দিয়ে আসছিলেন উদ্ধব।
কিন্তু গত জুনে শিবসেনায় বিদ্রোহ ঘটিয়ে উদ্ধবকে ক্ষমতাচ্যুত করার পর শিবাজী পার্কের দশেরার জমায়েতের অধিকারও হস্তগত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে। তবে আইনি লড়াইয়ে হার মানতে হয় তাঁকে। আরও একটি আইনি লড়াই চলছে নির্বাচন কমিশনে। তা,হল, আসল শিবসেনা কোন পক্ষ। উৎসবের ছুটি মিটতেই কমিশন সেই ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।