এখনও ভারতবাসীর মনে জ্বলজ্বল করছে দেশভাগের ক্ষত? কাঁটাতারের যন্ত্রণা কি এখনও শোকবিহ্বল করে তোলে দেশের মানুষকে? স্বাধীনতার ৭৫ বছর পর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিভিন্ন মানুষের সাথে কথা বলার পর মিলেছে আশ্চর্য এক পরিসংখ্যান। সমীক্ষা অনুযায়ী ৪৪ শতাংশ ভারতীয় চান, ফের এক হয়ে যাক ভারত-পাকিস্তান। এমনই চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে ওই সমীক্ষা থেকে। গত মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনটি দেশের নাগরিকদের সঙ্গে ১৫টি ভাষায় কথা বলেছিল ‘সিভোটার’ ও সিপিআর নামের দুই সংস্থা। এর মধ্যে ভারতীয় ছিলেন ৫ হাজার ৮১৫ জন। দেখা গিয়েছে, ৪৬ শতাংশ ভারতীয় দেশভাগের সমর্থন করেন। আবার ৪৪ শতাংশ পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মকে সমর্থন করেন।
পাশাপাশি, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান ও গোয়ার মতো পশ্চিম ভারতের রাজ্যের মানুষরা কিন্তু কড়া সমালোচনা করছেন দেশভাগের। তাঁদের মতে, দেশকে দু’ভাগে ভাগ করার কোনও প্রয়োজন ছিল না। এই সমীক্ষায় বয়সও একটা ফ্যাক্টর হয়ে উঠেছে। ৫৫ বা তার বেশি বয়সিদের মধ্যে মাত্র ৩০ শতাংশই দেশভাগকে সমর্থন করেছেন। অন্যদিকে ৫৭ শতাংশের মতে, দেশভাগের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভুল। সব মিলিয়ে ৪৪ শতাংশই ভারতের সঙ্গে পাকিস্তানের এক হয়ে যাওয়াকেই সমর্থন করেন। এদিকে পাকিস্তান ও বাংলাদেশ- দু’দেশের মধ্যে কোন দেশকে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়, এই প্রশ্নে পাল্লা ভারী বাংলাশেরই। তাদেরকে বিশ্বাসযোগ্য মনে করেন ৬০ শতাংশ ভারতীয়। অন্যদিকে, দেশের ১৪ শতাংশ মানুষ বিশ্বাসযোগ্য মনে করেন পাকিস্তানের সরকারকে।