এবার বিজেপি নেতাদের একহাত নিলেন তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গত মঙ্গলবার জলপাইগুড়ির দু’টি সরকারি কলেজের নতুন ভবন উদ্বোনের অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখান থেকেই ক্ষোভ উগরে দেন বিজেপির বিরুদ্ধে।
এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উদয়নবাবু। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এদের W দিয়ে শেষ হয়, আর W দিয়েই শুরু হয়। কোনও কিছুই বাদ রাখেনা। এরা সব পাচারের সঙ্গেই যুক্ত।”
পাশাপাশি, বিজেপি নেতাদের ভণ্ড বলেও আখ্যা দেন তিনি। “নিজেরা এক একজন সাধু পুরুষ সেজে থাকেন। কিন্তু এরা আসলে জয়বাবা ফেলুনাথের মছলি বাবার মতো ভন্ড সাধু। এদের সঙ্গীরা কেউ ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত। কারও গাড়ি থেকে আবার অস্ত্র পাওয়া যায়”, কটাক্ষ উদয়ন গুহর।