মনোনয়ন জমার শেষ দিনের আগে কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রক্রিয়ার উত্তেজনার সঙ্গে, কিছু জি-২৩ নেতা বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দ শর্মার বাসভবনে একটি বৈঠক করেছেন।বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনীশ তেওয়ারী, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চভান এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা।
সূত্রের খবর, কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৌড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে নেতারা আলোচনা করেছেন। নেতারা আবার বৈঠক করবেন। গোষ্ঠীর একজন নেতার শুক্রবার দলের সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। “এখনও কেউ মনোনয়ন জমা দেয়নি। একবার এটি হয়ে গেলে, চিন্তাভাবনা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। বিএস হুডা, আনন্দ শর্মা, পৃথ্বীরাজ চভান এবং আমি আলোচনার জন্য বসেছিলাম এবং ঘটনা নিয়ে আলোচনা করেছি,” আনন্দ শর্মার বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় মনীশ তেওয়ারী সাংবাদিকদের বলেন।
কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য এখনও পর্যন্ত যাদের নাম এসেছে তাদের জি-২৩ সমর্থন করবে কি না জানতে চাইলে তেওয়ারী বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল করা এবং প্রত্যাহার করার মধ্যে দিন কেটে যায়। সেই সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।রাজনীতি সম্ভাবনার শিল্প। দেখা যাক আগামীকাল কী হয়’। জি-২৩ নেতারা কংগ্রেসের অন্তর্বর্তী প্রধান সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন যাতে সাংগঠনিক পরিবর্তন এবং অভ্যন্তরীণ নির্বাচন সব স্তরে হয়।