সুবীরেশ ভট্টাচার্যকে সরিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে। তৃণমূল নেতা হওয়ায় তাঁর এই পদে বসা নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল সমালোচনা করছিল। কিন্তু উপাচার্য পদে বসেই রাজনীতিতে তাঁর অবস্থান স্পষ্ট করলেন তিনি। জানিয়ে দিলেন, পদে বসার ১৫ মিনিট আগে রাজনীতি ত্যাগ করেছেন ওমপ্রকাশ মিশ্র। এখন আর রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। আপাতত তিন মাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।
বৃহস্পতিবার উপাচার্য পদে দায়িত্বভার গ্রহণ করেই ২ ও ৪ সেমেস্টার এবং পিএইচডি কোর্স ওয়ার্কের ৩৭টি পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণা করার জন্য ছাড়পত্র দিয়েছেনও। প্রাক্তন অপসারিত উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারির পর থেকে ওই সকল পরীক্ষার ফলাফল প্রকাশিত করা যাচ্ছিল না। এদিন দায়িত্ব নেওয়ার সবার আগে সেই কাজই করেছেন তিনি।
একইভাবে তিনি দায়িত্ব গ্রহণ করায় স্বস্তি ফিরেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে। উপাচার্য বলেন, ‘আমি ৪৩ বছর ধরে রাজনীতি করে চলেছি। তবে এদিন উপাচার্যের পদে বসার পর আমি রাজনৈতিক সংস্পর্শ ত্যাগ করলাম। এখন থেকে আমার কাজ হবে এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক অর্ধেন্দু মণ্ডল বলেন, ‘আমরা আশা করছি নতুন উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ের জন্য নিরপেক্ষভাবে ভালো কাজ করবেন’।