পুজোর মরসুমেই সুখবর এল চাকরিপ্রার্থীদের জন্য। টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। আগামী ১১ই ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট হবে। শূন্যপদের সংখ্যা ১১ হাজার। সোমবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ টেট নেওয়া হবে। তবে দিন ঘোষণা করেননি। সে দিন বিকেলেই পর্ষদ জানিয়ে দেয়, পরীক্ষা হবে ১১ই ডিসেম্বর। পুজোর আগেই টেটের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। সেই অনুযায়ী, বৃহস্পতিবার জারি হল সরকারি বিজ্ঞপ্তি। গৌতম আগেই জানিয়েছিলেন, টেটের রেজিস্ট্রেশন শুরু হবে দুর্গাপুজোর পর।
প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে, সেপ্টেম্বরের মধ্যেই টেট নিতে হবে পর্ষদকে। তা নিয়ে আলোচনা করতে সম্প্রতি বৈঠকে বসেছিল পর্ষদের অ্যাডহক কমিটি। সেখানেই চেয়ারম্যান গৌতমের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় ডিসেম্বরের মধ্যে টেট পরীক্ষা নেওয়া হবে। কিন্তু তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা যাবে না। বৈঠকে তা নিয়েও আলোচনা হয়। ঠিক হয়, কী কারণে তাঁরা শীর্ষ আদালত নির্দেশিত সময়ের মধ্যে পরীক্ষা নিতে পারছেন না তা লিখিত ভাবে জানানো হবে। সিদ্ধান্ত হয়, দিনক্ষণ স্থির করার জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। সেই আলোচনা হয় সোমবার। সে দিন বিকেলেই পর্ষদ ঘোষণা করে আগামী ১১ই ডিসেম্বর হবে টেট। বৃহস্পতিবার জারি হল সরকারি বিজ্ঞপ্তি। রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট পোর্টালে। সেই পোর্টালের মাধ্যমেই পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা।