দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে সারা রাজ্য। তৃতীয়া থেকেই কলকাতার মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন মানুষ। শহরময় বিভিন্ন পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নবনীড় বৃদ্ধাশ্রমে পুজোর উদ্বোধন করলেন তিনি। আর সেখানে এসে আবগেঘন হয়ে পড়লেন তিনি। এদিন সন্ধ্যায় নবনীড়ে চণ্ডীপাঠ করেন মমতা। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক ইন্দ্রনীল সেন। বৃদ্ধ, বৃদ্ধাদের দেখে মায়ের কথা মনে পড়ে যায় মমতার। বরাবরই মা-অন্তপ্রাণ তিনি।
এদিন বৃদ্ধ-বৃদ্ধাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের ঘরের মা আপনারাই। আপনাদের দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। মাকে হারিয়েছি। ববি, ইন্দ্রনীলও মাকে হারিয়েছে। তাই প্রতিবছরই পুজোর আগে আপনাদের সঙ্গে দেখা করি। আমি প্রার্থনা করি আপনাদের সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। আমি এখানে এসে প্রথমেই সকলের মুখগুলো দেখি। আগেই পরিচিত মুখগুলো খুঁজি। কোনও পরিচিত মুখ দেখতে না পেলেই ভয় লাগে। আশঙ্কা হয়।” পাশাপাশি নিজের বাড়ির কালীপুজোয় নবনীড়ের সমস্ত প্রবীণ আবাসিকদের তিনি আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।