কঠিন লড়াইয়ের সামনে সুনীলরা। হুং থিন প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতায় প্রথম ম্যাচে ফিফা ক্রমতালিকার অনেকটাই নীচে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে আটকে গিয়েছে ভারত। মঙ্গলবার শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হতে চলেছে তারা। সিঙ্গাপুর ম্যাচে দলের খেলা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। মঙ্গলবার ভারতের কাজ আরও সহজ নয়। সতর্ক কোচ ইগর স্তিমাচও। “শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছি আমরা। তাই আমাদের দৃষ্টিভঙ্গিরও বদল হবে। আরও মনোযোগী হয়ে খেলতে হবে। বার বার জায়গা বদল করে বিপক্ষকে বিভ্রান্ত করতে হবে”, জানিয়েছেন তিনি।
পাশাপাশি, দলের রক্ষণ শক্তিশালী রাখার দিকে বিশেষ নজর দিচ্ছেন স্তিমাচ। তাঁর মতে, “দূরপাল্লার শটে ওরা বেশ শক্তিশালী এবং সফল। পাশাপাশি, ওদের ক্রসগুলোও মারাত্মক। সেটা প্রতিহত করাই হবে আমাদের প্রধান কাজ। সিঙ্গাপুরের বিরুদ্ধে ওদের ম্যাচ দেখেছি। মনে হয়েছে, খুব শৃঙ্খলাবদ্ধ দল। প্রথম ম্যাচের পর অনেকটা বিশ্রাম পেয়েছে। সেটাও ওদের পক্ষে যেতে চলেছে। তবে আমার দলের ছেলেরাও তরতাজা হয়েই নামবে।” উল্লেখ্য, প্রথম ম্যাচে ভিয়েতনাম ৪-০ হারায় সিঙ্গাপুরকে। তাদের সংগ্রহে রয়েছে তিন পয়েন্ট। প্রতিযোগিতায় ভারতকে যদি শীর্ষস্থানে থাকতে হয়, তা হলে ভিয়েতনামকে অন্তত পাঁচ গোলের ব্যবধানে হারাতেই হবে সুনীলদের।