পুরোপুরি সুস্থ নন তিনি। এখনও করোনার প্রকোপ থেকে সেরে উঠতে পারেননি মহম্মদ শামি। ফলত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন ভারতীয় পেসার। তাঁর জায়গায় দলে আনা হল উমেশ যাদবকে। এছাড়াও, দলে সুযোগ পেলেন বাংলার স্পিনার শাহবাজ আহমেদ। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। তাঁর জায়গাতেই সুযোগ পেয়েছেন শাহবাজ। আগামী ২৮শে সেপ্টেম্বর তিরুবন্তপুরমে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ। তার আগে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি দীপক হুদা। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে ঢুকেছেন শ্রেয়স আয়ার। শামির শারীরিক পরিস্থিতির কথা উল্লেখ করতে গিয়ে বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “শামি এখনও কোভিড থেকে সেরে ওঠেনি। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবে না। ফলে দক্ষিণ আফ্রিকার দলে না থাকলেও, উমেশ যাদবকে রেখে দেওয়া হচ্ছে।”
পাশাপাশি, কেন হার্দিকের বদলে শাহবাজকে নেওয়া হল, সেই বিষয়ে উক্ত কর্তার উত্তর, “হার্দিকের বদলে এমন কোনও সিম বোলিং অলরাউন্ডার নেই যাকে দলে নেওয়া যায়। রাজ অঙ্গদ বাওয়া খুবই তরুণ। তাই জন্যেই ওকে ভারত এ দলে রাখা হয়েছে। এখনও সময় লাগবে। তাই অন্য কারওকে নেওয়ার কথা ভাবা হয়নি।” তিনি এও জানান, “শাহবাজ একজন ব্যাটিং অলরাউন্ডার। বাঁ হাতে স্পিন বোলিংটাও ভাল করে। ওকে মূলত অক্ষর পটেলের বিকল্প হিসাবেই রাখা হচ্ছে। দেশজুড়ে টানা ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়ে ও ক্লান্ত হয়ে পড়তে পারে।” ইদানীং এত বেশি ক্রিকেটারের চোট দেখেও অবাক হয়েছেন নির্বাচকরা। “এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপরে এত জোর দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও এত চোট! এখন হুডার পিঠে চোট। আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও সুস্থ হয়ে যাবে। কিন্তু বেশি ক্রিকেট খেলাই চোটের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে কি না, সেই প্রশ্নটা আবার উঠে এসেছে”, জানিয়েছেন সেই বিসিসিআই কর্তা।