এবার নন্দীগ্রামে ফের জয় ছিনিয়ে নিল তৃণমূল। রবিবার নন্দীগ্রামের মহম্মদপুর মাদ্রাসা স্কুলের পরিচালন কমিটির ভোটে বামেদের হারিয়ে জয়ী হয়েছেন ৬ তৃণমূল প্রার্থী। ছয় আসনের লড়াইয়ে তৃণমূল জয় পেয়েছে সব আসনেই।
প্রসঙ্গত, অনেক দিন পর নন্দীগ্রামে ফের তৃণমূলের সঙ্গে লড়াই করল বামেরা। ২০০৭ সালের জমি আন্দোলনের পর সিপিএম সেভাবে আর লড়াইয়ে এঁটে উঠতে পারেনি। রবিবার নন্দীগ্রাম বিধানসভার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের মহম্মদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার পরিচলন সমিতির ভোটে মুখোমুখি হয় তৃণমূল ও বাম প্রার্থীরা।
