বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত কবে সক্রিয় রাজনীতিতে আসবেন? এই প্রশ্ন বহুদিনের। সম্প্রতি শোনা গিয়েছিল, আসন্ন লোকসভা নির্বাচনে মথুরা থেকে ভোটে লড়বেন তিনি। আর এ নিয়েই বিজেপি সাংসদ হেমা মালিনীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রাখি সাওয়ান্তের নাম নিয়েছিলেন তিনি। বিদ্রূপের ছলেই বলেছিলেন, হয়তো কোনও দিন রাখি সাওয়ান্তও যোগ দেবে! সেও ভোটে জিতে যেতে পারে। এর জবাবেই এবার নির্বাচনে লড়ার কথা ঘোষণা করলেন রাখি।
পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা সঙ্গে নিজের তুলনা করে বললেন, ‘মোদীজি পারলে আমি কেন পারব না?’ হেমাকে রাখির খোঁচা, ‘চা করতে করতে যদি মোদীজি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আমি কেন বলিউডে অভিনয় করতে করতে ভোটে লড়তে পারব না?’ উল্লেখ্য, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাখিকে কটাক্ষ করে বলিউডের ড্রিমগার্ল বলেছিলেন, ‘এটা ভাল তো, আপনারা চান শুধু ফিল্মস্টারদেরই চান। স্থানীয়দের তো দরকার নেই, হয়তো কোনওদিন রাখি সাওয়ান্তও যোগ দেবে! সেও ভোটে জিতে যেতে পারে।’
