হঠাৎই ভয়াবহ পরিস্থিতি তৈরি হল তারাতলায়। এলাকায় চড়িয়ে পড়ল চাঞ্চল্য। মাঝেরহাটের দিক থেকে বেহালার দিকে যাওয়ার পথে একটি চলন্ত স্কুলবাসে আচমকাই লেগে গেল আগুন। তবে সেসময় বাসে কোনও পড়ুয়া ছিল না। চালক ও খালাসি বাসে ছিলেন। বাস থেকে ফুলকি বের হচ্ছে, এমনটা বুঝতে পেরেই নেমে যান তাঁরা। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি।
স্থানীয় সূত্র জানিয়েছে, সম্ভবত বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল। তার জেরে ইঞ্জিন গরম হয়ে যায়। এরপরই চলন্ত বাসে আগুন ধরে যায়। মাঝরাস্তায় কালো ধোঁয়ায় চারদিক ভরে ওঠে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান। পরে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকল।
জানা গিয়েছে, একটি ইংরাজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের এই বাসে করেই নিয়ে যাওয়া হয়
স্বাভাবিকভাবেই, এই ঘটনার পর প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, বাসে ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হত না। কোনও যান্ত্রিক ত্রুটি থাকলে সেক্ষেত্রে কেন আগাম তাতে নজরদারি করা হয়নি, তা নিয়েও উঠছে নানান প্রশ্ন।