২০২৪ সালেই দেশে লোকসভা নির্বাচন। আর তার আগে সর্বভারতীয় রাজনীতিতে পা রাখাই এখন তাঁর পাখির চোখ। আর তাই নিজের দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নাম বদলে ভারত রাষ্ট্র সমিতি করে দিতে চান তিনি। হ্যাঁ, নিজেকে সর্বভারতীয় নেতা হিসাবে তুলে ধরতে এমন পরিকল্পনা নিয়ে অনেক দিন ধরেই ভাবনাচিন্তা করছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ভাবনায় ছিল, তেলেঙ্গার জন্য টিআরএস যেমন আছে থাকবে, দেশের বাকি অংশের জন্য নতুন দল ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস তৈরি করবেন। অর্থাৎ দুই দল, এক নেতা, এই ফর্মুলায় চলবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, আগামী দশেরায় টিআরএস হয়ে যাবে বিআরএস। নতুন পার্টি লড়াই করবে গুজরাত, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে। তারপর ভারত জুড়ে লড়াই করবে ২০২৪-এ।
গায়ের থেকে আঞ্চলিক দলের তকমা ঝেড়ে ফেলে সর্বভারতীয় হওয়ার এই ভাবনা কতটা ফলপ্রসু হবে, তেলেঙ্গানাতেই দল বিপাকে পড়বে কি না, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে টিআরএসের অন্দরে। প্রসঙ্গত, সম্প্রতি দলের সাংসদ, বিধায়ক ও দলীয় পদাধিকারীদের বৈঠকে ডেকেছিলেন কেসিআর। সেখানে জানান, ভারত রাষ্ট্র সমিতি কিংবা নবভারত পার্টি, এর যে কোনও একটি নামে তিনি একটি সর্বভারতীয় দল গড়তে চান। মাস কয়েক আগেও দলীয় বৈঠকে একই কথা জানিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস তেলেঙ্গানার স্বার্থবাহী একটি রাজনৈতিক দল। যার জন্ম হয়েছিল তেলেঙ্গানা রাজ্যের দাবিতে। কেসিআর ব্যাখ্যা করেন, রাজ্যের দাবিতে তৈরি দল নিয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা পালন করা সম্ভব নয়। তাই একটি সর্বভারতীয় দল করা দরকার। কেসিআরের এই ভাবনার কথা জানাজানি হতে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।