মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের জন্য বড় সুখবর। চালু হয়েছে ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রকল্প। ১ মাসের কোর্সেই ট্যুরিস্ট গাইডের চাকরি দিচ্ছে মমতা সরকার। পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হয়েছে ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রকল্প। এই প্রকল্পের মধ্যে রয়েছে স্বল্প সময়ের কোর্স। যে কোর্স করে সহজেই চাকরি পেতে পারেন আপনি। কারা নাম নথিভুক্ত করতে পারবেন: ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও মাধ্যমিক পাশ করা ব্যক্তি এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। জেলার আবেদনকারীকে অবশ্যই বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে। প্রথমে আপনি লিংক ক্লিক করে পেজটা খুলবেন। নির্বাচন করবেন ‘ই সার্ভিস’ অপশনটা। সেখানেই আবারও আপনাকে নির্বাচন করতে হবে ‘টুরিস্ট গাইড সার্টিফিকেট স্কিম’ তারপর অ্যাপ্লাই করতে হবে। আবারও অ্যাপ্লাই অপশনটা নির্বাচন করে রেজিস্টার করতে হবে। এরপর আপনি ফর্ম ফিলাপ করতে পারবেন। সেখানেই দিতে হবে আপনার নাম সহ প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি।
কোর্সের সময়সীমা:
স্বল্প সময়ের কোর্স এটি মাত্র চার সপ্তাহের সময়সীমা কোর্সের। কোর্স শেষ হওয়ার পর মিলবে একটি সার্টিফিকেট।
কোর্স ফি:
এই কোর্স সম্পূর্ণ বিনামূল্যে। এই কোর্স করতে কোনও রকম ফি বা টাকা দিতে হয় না।
জেলার কোথায় প্রশিক্ষন দেওয়া হচ্ছে:
ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রকল্পের কোর্সটির প্রশিক্ষন দেওয়া হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিভাগের অধ্যাপকরাই দেবেন এই প্রশিক্ষন।
কোর্সের পর কী ভাবে চাকরি পাবেন:
যেকোনও ট্যুর গাইড এর চাকরি করতে পারবেন আপনি। এ ছাড়াও সেল্ফ এমপ্লয়ি হতে পারেন অর্থাৎ স্বাধীন ভাবে নিজেই ট্যুর গাইডের কাজ করতে পারেন। অথবা কোনও এজেন্সির সঙ্গেও যুক্ত হতে পারেন।এছাড়াও আপনি সুযোগ পাবেন পরিবহন দফতরের কাছ থেকে চাকরি পাওয়ার যোগ্যতা।
ট্যুর গাইড ছাড়া যে চাকরির সুযোগ আছে:
ট্যুর গাইড ছাড়াও আপনি অন্য কোনও ফিল্ডে চাকরি পেতে পারেন এই কোর্স করে।
এ নিয়ে বর্ধমান ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ হোসেন চৌধুরী বলেন, আপাতত ২৭ জনকে টুর গাইডের ট্রেনিং দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই প্লেসমেন্ট দেওয়া হয়েছে। তার মধ্যে ৫ জন পুজোর আগেই চাকরি পেয়ে যাবেন। টোটাল আবেদন জমা পড়েছে ৬৭টি। তারমধ্যে ২৭ জনের ট্রেনিং শেষ। বাকিদের দুটি ভাগে ভাগ করে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ট্রেনিং শুরু হবে পুজোর পর।