এর আগে একাধিক বার বিজেপির ঘোড়া কেনাবেচার সাক্ষী থেকেছে দেশ। সম্প্রতি হাওড়ায় টাকা-সহ গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক। সে সময়ও অভিযোগ উঠেছিল টাকা দিয়ে ওই বিরোধী বিধায়কদের কিনতে চেয়েছিল পদ্ম শিবির। এবার মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো দিল্লীতেও সরকার ফেলার জন্য ‘অপারেশন লোটাস’ চালানো হচ্ছে বলে দাবি করলেন আম আদমি পার্টি (আপ) নেতৃত্ব।
দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার পরে এবার আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজের দাবি, দল ছেড়ে বেরিয়ে এলে আপের বিধায়কদের পাঁচ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, আবগারি দুর্নীতি নিয়ে সিবিআই গত সপ্তাহে দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালায়। দিল্লীর আপ সরকারকে ফেলার উদ্দেশ্যে ওই তল্লাশি— এই যুক্তি দিয়ে সিসোদিয়া পাল্টা দাবি করেন, তাঁকে দল ভেঙে বেরিয়ে আসার প্রস্তাব দিয়েছিল বিজেপি। সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি দিল্লীর মুখ্যমন্ত্রী পদে বসারও প্রস্তাব দেয় বিজেপি।