স্বাধীনতা দিবসেই পরপর জঙ্গি হামলা কাশ্মীরে। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে শহিদ হলেন এক পুলিশ কর্মী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন পুলিশ কর্মী। সোমবার শ্রীনগর এবং কুলগামে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি জঙ্গি হামলা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। সোমবার স্বাধীনতা দিবসের বিকেলে শ্রীনগরে কাশ্মীর পুলিশের কন্ট্রোল রুম লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। গ্রেনেডের আঘাতে আহত হন এক পুলিশকর্মী। একজন সাধারণ নাগরিকও ঘটনায় আহত হয়েছেন। আপাতত দু’জনেই হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কোন জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে, এখনও তা জানা যায়নি।
অন্যদিকে, কুলগামে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সেই সময় আহত হন তাহির খান নামে এক পুলিশকর্মী। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। তার পরের দিনই নওহাটাতে লস্কর-ই-তইবা জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে কাশ্মীর পুলিশ। এনকাউন্টার শুরু হতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সেই সময়েই আহত হন সরফরাজ আহমেদ নামে এক পুলিশকর্মী। স্বাধীনতা দিবসে ব্যাপক জঙ্গি হামলা হতে পারে কাশ্মীরে, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে। সেই কারণে উপত্যকায় জোরদার নিরাপত্তা থাকা সত্বেও লাগাতার হামলা চালিয়েছে জঙ্গিরা।
