স্বাধীনতা দিবসের রাতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী। বাইকে করে মুখে কালো কাপড় চাপা দিয়ে এসে তাঁকে গুলি করে পালাল দুষ্কৃতীরা।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্ত নগরে। গুলিবিদ্ধ হয়েছেন বিদ্যুৎ সাহা নামের এক ব্যক্তি। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে দাপট রয়েছে তাঁর। এছাড়া জমির কারবারও রয়েছে। বাড়ির পাশেই দলীয় কার্যালয়ে এসে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ।
জানা গেছে, সোমবার স্বাধীনতা দিবসের রাতে দলীয় কার্যালয়ে বসে ছিলেন বিদ্যুৎ সাহা। তখন একটি লাল রঙের বাইকে চেপে সেখানে আসে দুজন। তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। বিদ্যুৎকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক।
গুলির আওয়াজ পেয়েই সকলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সাহাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানা ও আশিঘর আউট পোস্টের পুলিশ। শুরু হয়েছে তদন্ত।