জঞ্জাল ফেলা এবং পরিষ্কারের জন্য ভাগাড়ে গিয়েছিলেন পুরসভার কর্মীরা। আর সেখানে গিয়েই চোখ কপালে উঠল তাঁদের। উলুবেড়িয়া পুরসভার অদূরে অবস্থিত ওই ভাগাড় থেকে এবার ১৭টি ভ্রূণ উদ্ধার করলেন তাঁরা! ইতিমধ্যেই এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মঙ্গলবার উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাণীতলা খাঁ পাড়ার ভাগাড় থেকে এই ভ্রূণগুলি উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পুরসভার সাফাইকর্মীরা জঞ্জাল ফেলা এবং পরিষ্কারের জন্য ওই ভাগাড়ে গিয়েছিলেন। তাঁরাই ওই ভ্রূণগুলি খুঁজে পান। জানা গিয়েছে, ১৭টি ভ্রূণের মধ্যে ১০টি মেয়ে, ছ’টি ছেলের। একটি ভ্রূণ শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, উলুবেড়িয়া শহর এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে প্রায় ৩০টি বেসরকারি হাসপাতাল রয়েছে। সেখানে গর্ভপাত করানোর পর ভ্রুণগুলিকে ওই ভাগাড়ে নিয়ে এসে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়দের একাংশ। ভ্রুণগুলি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক নিতাইচন্দ্র মণ্ডল জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উলুবেড়িয়ার কোনও বেসরকারি হাসপাতাল থেকে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত করছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান বলেন, পুরসভা এলাকায় একাধিক বেসরকারি হাসপাতাল আছে। কেউ অসাধুভাবে এই কাজ করেছে। আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছি। পাশাপাশি আগামী সোমবার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে ডেকে পাঠানো হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাকে রেয়াত করা হবে না।