অব্যাহত সন্ত্রাসের চোখরাঙানি। জঙ্গিদের গুলিতে ফের কেঁপে উঠল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে প্রাণ হারালেন জনৈক কাশ্মীরি পণ্ডিত। জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ওই নিহত কাশ্মীরি পণ্ডিতের পরিবারের আরেক সদস্য। সাম্প্রতিক অতীতে এই নিয়ে দ্বিতীয়বার হামলা হল কাশ্মীরি পণ্ডিতদের উপর। এর আগে জুন মাসেই কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ভুক্ত এক ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। মঙ্গলবার সকালেই ঘটনাটি ঘটে সোপিয়ানের চিতপোরা এলাকায়। একটি আপেল বাগিচায় জঙ্গিরা হামলা চালায় কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের দুই সদস্যের উপর। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তাঁদের মধ্যে এক জন। গুরুতর জখম হওয়া অন্যজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আপাতত হামলাস্থলটিকে ঘিরে রেখেছে পুলিশ।
এবিষয়ে টুইটারে কাশ্মীর পুলিশ লিখেছে, খুব শীঘ্রই পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে জানাবে তারা। তবে মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত হামলাকারীদের খোঁজ পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার পরই সোপিয়ানে নিরাপত্তা বাড়িয়েছে সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহ ধরেই উপত্যকায় পর পর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। রবিবারই নাওহাটায় পুলিশবাহিনীর এক সদস্যের জঙ্গি হামলায় মৃত্যু হয়। তিন দিন আগে বিহার থেকে কাশ্মীরে কাজ করতে আসা এক পরিযায়ী শ্রমিককেও বান্দিপোরায় গুলি করে খুন করে জঙ্গিরা। বিহারের ওই নিহত পরিযায়ী শ্রমিকের বয়স ২০। নাম মহম্মদ আমরেজ। পুলিশকে আমরেজের ভাই জানান, রাত সাড়ে ১২টা নাগাদ যখন তিনি ঘুমোচ্ছিলেন, তখনই গুলির আওয়াজ শুনতে পান। গত এক বছরে আমরেজ চতুর্থ ভিনরাজ্যবাসী, যাঁকে খুন করল জঙ্গিরা। পাশাপাশি, এবছরই সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন কাশ্মীরের নাগরিক।
