এ যেন মগের মুলুক! স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে মোদীর “হর ঘর তেরঙা” আহ্বানে সাড়া দিতে গিয়ে প্রতিষ্ঠানের মাথায় ‘ফটোশপ’ করা জাতীয় পতাকা বসিয়ে বিতর্ক বাঁধাল আইআইটি বোম্বে! ইতিমধ্যেই নেটিজেনদের ক্ষোভ এবং ট্রোলিংয়ের শিকার হয়েছে এই প্রতিষ্ঠান।
জানা গিয়েছে, ছবিটি গত ৮ অগস্ট প্রতিষ্ঠানের ফেসবুক পেজে শেয়ার করা হয়। ছবিটি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, পারিপার্শ্বিকের সঙ্গে কোনওই মিল নেই প্রতিষ্ঠানের মাথায় পতপত করে ওড়া পতাকাটির। বরং সেটি যে ফটোশপের মাধ্যমে আলাদা করে প্রতিষ্ঠানের মাথায় বসানো হয়েছে, তা এক প্রকার স্পষ্ট। গতকাল এই ছবিটি নতুন করে আইআইটি বোম্বের ফেসবুকের পেজের কভার ছবি হিসাবে রাখা হয়। এরপরেই সেটি আরও বেশি করে নজরে পড়ে নেটিজেনদের।
স্বভাবতই এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিষ্ঠানের প্রাক্তনীরা। জাতীয় পতাকার এই ধরনের অবমাননা মেনে নিতে পারছেন না নেটিজেনরাও। ‘যদি কভার ছবিতে পতাকার ছবি না লাগাতে পারেন, তাতে একেবারেই কোনও সমস্যা নেই। কিন্তু জাতীয়তাবাদ প্রমাণ করতে গিয়ে এভাবে এডিট করে পতাকা বসানো অত্যন্ত জঘন্য। আমার বিশ্ববিদ্যালয়ে এই জিনিস দেখে পেয়ে অত্যন্ত কষ্ট পেলাম,’ দাবি এক প্রাক্তনীর। আর এক নেটিজেনের প্রশ্ন, ‘কেন এমন একটা নামী প্রতিষ্ঠানকে দেশের পতাকাকে ফটোশপ করতে হবে?’