রাজ্যের মুকুটে নয়া পালক। ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৬ নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। স্বাধীনতা দিবসে ইন্ডিয়া টুডে ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২ প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে এমন তথ্য। ভারতের সমস্ত রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম সব থেকে উপরে। যা নিঃসন্দেহে বিরাট সাফল্যের। গত বছরে পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে দেশের সমস্ত সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পড়ুয়া পিএইচডি ডিগ্রি পেয়েছেন।
এছাড়াও গবেষণা করার জন্য গবেষকদের যে পেটেন্ট দিতে হয়, গত তিন বছরে সেই পেটেন্ট দেওয়ার ক্ষেত্রেও দু’নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়। কেরিয়ারের সার্বিক উন্নতি এবং কর্মসংস্থানের দিক থেকেও এগিয়ে এই সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতার স্থান তিন নম্বরে। উল্লেখ্য, চলতি বছরই টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং অনুযায়ী সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে দেশে প্রথম স্থান দখল করেছিল এই বিশ্ববিদ্যালয়। এবার ইন্ডিয়া টুডে’র সমীক্ষাও প্রমাণ করে দিচ্ছে, আজও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার গুরুত্ব ঠিক কতখানি। এমন সাফল্যের জন্য টুইট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পড়ুয়া, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।