নির্বাসনের প্রকোপে পড়ল সবুজ-মেরুন শিবিরও। এএফসি কাপে খেলতে পারবে না এটিকে মোহনবাগানের। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করেছে ফিফা। ফলত মোহনবাগানের আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলা সম্ভব হচ্ছে না। ৭ই সেপ্টেম্বর যুবভারতীতে আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল খেলার কথা ছিল এটিকে মোহনবাগানের। সবুজ-মেরুনের এই খেলতে না পারার জন্য মোহনবাগান সচিব দেবাশিস দত্ত দায়ী করেছেন এআইএফএফ-কেই। “এর জন্য সম্পূর্ণ ভাবে দায়ী এআইএফএফ। তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই মোহনবাগান খেলার সুযোগ হারাল। এআইএফএফ কর্তাদের ক্ষমতা ধরে রাখার কারণেই এই পরিস্থিতি তৈরি হল। ভারতীয় ফুটবলে এটা একটা অন্ধকার দিন”, বলেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, এএফসি কাপের যোগ্যতা অর্জন এবং গ্রুপ পর্বের ম্যাচ খেলে আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠেছিল মোহনবাগান। সেই সব ম্যাচ খেলা হয়েছিল যুবভারতীতে। এই সেমিফাইনালও খেলার কথা ছিল যুবভারতীতেই। কিন্তু সেই ম্যাচ আর খেলতে পারবে না মোহনবাগান। সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আগামী ২৪শে সেপ্টেম্বর। এই পরিস্থিতিতে সেই ম্যাচও না হওয়ার সম্ভাবনাই বেশি। অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়েও তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। স্বাভাবিকভাবেই মনমরা হয়ে পড়েছেন ফুটবল ভক্তরা। নেটমাধ্যমে এআইএফএফ-এর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন অনেকে।
