মাত্র ন’মাসের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন আট জন! শুনতে অবাক হলেও সত্যি। গত জানুয়ারিতে বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পরে ভারতীয় দলের নেতৃত্বভার পেয়েছেন রোহিত শর্মা। কিন্তু ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে গত ন’মাসে মোট আট জন ক্রিকেটার নেতৃত্ব সামলেছেন। প্রায় প্রতিটি সিরিজেই দেখা যাচ্ছে ভিন্ন অধিনায়ক। কেন বার বার এমন বদল? এবার এর জবাব খোলসা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে সৌরভকে এত বার অধিনায়ক বদল নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘‘তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক রোহিত। কিন্তু সবাই এত খেলছে যে চোট-আঘাত লাগতেই পারে। তাই বিশ্রাম দিতেই হবে। সেই কারণেই অধিনায়ক বদলাচ্ছে। নতুন ক্রিকেটাররা দায়িত্ব নিচ্ছে। তাতে অবশ্য আমাদের কোনও সমস্যা হচ্ছে না। কারণ, ভারতে এখন অন্তত ৩০ জন ক্রিকেটার রয়েছে যারা জাতীয় দলে খেলার যোগ্য।’’
তবে, বোর্ডের এমন সিদ্ধান্তকে মানতে পারছেন না অনেক প্রাক্তন ক্রিকেটার। তাঁদের দাবি, এ ভাবে বার বার নেতৃত্বে বদল করা হলে দলের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, বার বার আলাদা আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলতে সমস্যা হতে পারে ক্রিকেটারদের। রোহিতকে অধিনায়ক করার পরে লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানে, হার্দিক পাণ্ডিয়া, শিখর ধাওয়ান ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে প্রথমে শিখরকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। পরে তাঁর জায়গায় রাহুলকে নেতৃত্বভার দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়েও সমালোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।