হাত ভাঙতে না পারলে পা ভেঙে দিন। আমি পরদিন জামিন করাব। মহারাষ্ট্রে শিন্ডে শিবিরের বিধায়ক প্রকাশ সার্ভের এই মন্তব্যের একটি ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে মহারাষ্ট্রে। উদ্ধব ঠাকরের শিবিরের পক্ষ থেকে প্রকাশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মুম্বইয়ের মাগাথানে এলাকায় কোঙ্কানি পদ্ম বুদ্ধবিহারে স্বাধীনতা দিবসের আগের দিন এক অনুষ্ঠানে অংশ নেন প্রকাশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শিন্ডে শিবিরের বিধায়ক উপস্থিত মানুষদের বলছেন, ‘কেউ যদি আপনাদের কিছু বলেন, তাহলে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দিন। কারওর দাদাগিরি সহ্য করবেন না। পাল্টা মার দিন। আমি প্রকাশ সার্ভে আপনাদের পাশে আছি।’ বিধায়কের এই মন্তব্যের পরই তেতে ওঠেন উপস্থিত জনতা। সুর চড়িয়ে বিধায়ক আরও বলেন, ‘কারওর হাত ভাঙতে না পারলে পা ভেঙে দিন। আমি পরদিন জামিন করিয়ে আনব।’ তাঁর সংযোজন, আমরা নিজের থেকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব না। কিন্তু কেউ যদি আমাদের উপর হামলা করে, তাহলে ছেড়ে কথা বলব না।‘ বিষয়টি নিয়ে আজ সাংবাদিক বৈঠক ডেকেছে বিরোধীরা। এবিষয়ে মুখ খুলতে পারেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। তাঁরও সাংবাদিক বৈঠক করার কথা আছে।
শিব সেনার বিদ্রোহের সময় প্রকাশ সার্ভে উদ্ধব ঠাকরে শিবির ছেড়ে একনাথ শিন্ডে শিবিরে নাম লেখান। উদ্ধব ঠাকরে ক্ষমতাচ্যুত হলেও শিব সেনার দখল নিয়ে ঠাকরে-শিন্ডে শিবিরের মধ্যে আইনি লড়াই চলছে। নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি গিয়েছে। ক্ষমতা হারালেও শিব সেনার প্রতীক কিন্তু উদ্ধব ঠাকরে শিবিরের কাছেই রয়েছে। দু’পক্ষের মধ্যে বর্তমানে আদা-কাঁচকলা সম্পর্ক। প্রকাশের আক্রমণের লক্ষ্য যে ঠাকরে শিবির, তা আর বলার অপেক্ষা রাখে না।