নিয়ন্ত্রণ হারিয়ে জম্মু-কাশ্মীরের একটি নদীতে পড়ে গেল নিরাপত্তারক্ষীদের বাস। বাসে ছিলেন ৩৯জন জওয়ান। ঘটনায় হত ছয় জওয়ান। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাসটি চন্দনওয়াড়ি থেকে পহেলগাম যাচ্ছিল। বাঁক নেওয়ার সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সোজা গিয়ে নদীতে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধার কাজ। সংবাদ সংস্থা জানিয়েছে বাসটিতে মোট ৩৭ জন আইটিবিপি জওয়ান ও দুই পুলিশকর্মী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি। এই ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। মোট ৩৭ জন জওয়ান বাসটিতে ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
এএনআই সূত্রে খবর, বাসটিতে ৩৭ জন আইটিবিপি জওয়ান ছিলেন। বাসটিতে ছিলেন আরও দুই পুলিশকর্মী। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ব্রেক ফেল হয় বাসের। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। বাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে রওনা দেয় ১৯টি অ্যাম্বুল্যান্স। পিটিআই সূত্রে খবর, অমরনাথ যাত্রায় ‘ডিউটি’ সেরে বাসে করে ফিরছিলেন ওই জওয়ানরা। মৃত জওয়ানদের দেহ পহেলগাঁও সিভিল হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনায় সামান্য আহত তিন জনের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে পহেলগাঁওয়ের মহকুমা হাসপাতালে। বাকি জখমদের শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
