আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি। প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর চাপছে অস্বাভাবিক দাম। দুশ্চিন্তায় ঘুম উড়েছে সাধারণ মানুষের। পণ্য পরিষেবা কর চাপানোর জের। আগামিকাল বুধবার থেকে মহার্ঘ হচ্ছে আমুল দুধ। মঙ্গলবার আমুল দুধের প্রস্তুতকারী সংস্থা গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিকাল থেকে সংস্থার বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত দুধের দাম প্রতি ৫০০ মিলিলিটারে ২ টাকা বাড়ছে। দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপরে দাম বাড়ানোর পরেও সংস্থার পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির চেয়েও দুধের দাম কম বাড়ানো হয়েছে।
চলতি বছরের মার্চ মাসেই আমুলের পক্ষ থেকে এক দফায় দুধের দাম বাড়ানো হয়েছিল। সেবার প্রতি লিটার দুধের দাম এক ধাক্কায় বাড়ানো হয়েছিল ২ টাকা। গত মাসে প্যাকেটজাত খাদ্যদ্রব্যের উপরে জিএসটি চাপানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। ওই সিদ্ধান্তের ফলে দুধ থেকে শুরু করে দুগ্ধজাত পণ্যের দাম বাড়বে বলেই আশঙ্কা করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হল। এদিন আমুল দুধের প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে আমুল গোল্ড দুধের দাম প্রতি ৫০০ মিলি দাঁড়াবে ৩১ টাকা। আমুল শক্তি-র দাম ৫০০ মিলি হবে ২৮ টাকা এবং আমুল তাজা দুধের দাম প্রতি ৫০০ মিলি বেড়ে দাঁড়াবে ২৫ টাকা। মাথায় হাত মধ্যবিত্তের।