স্বাধীনতার ৭৫ বছরে লক্ষ্যমাত্রা নিয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার। আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে যে সমস্ত লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছিল তার কতটা পূরণ হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা। তাঁদের সঙ্গে সুর মিলিয়েছেন বিজেপি নেতা এবং নরেন্দ্র মোদীর সমালোচক বলে পরিচিত সুব্রহ্মণ্যম স্বামী।
‘আজাদিকা অমৃত মহোৎসবের’ লক্ষ্যমাত্রা নিয়ে ট্যুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন ‘২০১৭ সালে স্বাধীনতা দিবসের ভাষণে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২২ এর ১৫ আগস্টের মধ্যে, প্রতি বছর ২ কোটি চাকরি হবে, সবার জন্য ঘর, কৃষকদের আয় দ্বিগুণ, বুলেট ট্রেন, এগুলো কি হয়েছে ? এবারের ১৫ আগস্টের ভাষণে কি প্রতিশ্রুতি দেবেন তিনি’?
তৃণমূলের তরফে ট্যুইট করে স্বাধীনতার ৭৫ বছরে মোদি সরকার কতটা লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে সেই প্রশ্ন তোলা হয়েছে। লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদীর এই ভিডিওটি আসল, আপনার প্রতিশ্রুতি ভুয়ো। ২০১৬ সালে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২২ সালের স্বাধীনতা দিবসের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে। ২০২২ সালের মধ্যে আয় দ্বিগুণ করতে ২০১৫ থেকে প্রতি বছর কৃষকদের আয় ১০ শতাংশ বৃদ্ধির প্রয়োজন। মুদ্রাস্ফীতির সময়ে এই বৃদ্ধির হার মাত্র ৩ শতাংশ’। প্রসঙ্গত উল্লেখ্য, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ‘আজাদি কা অমৃত মহোৎসবের’ মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।