৭৫ বছর স্বাধীনতা দিবস উদযাপনে যখন ব্যস্ত গোটা দেশ, ঠিক সেই সময়েই শুরু হয়েছে সেনা জঙ্গির গুলির লড়াই। সোমবার নাগাল্যান্ডের মোন জেলায় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে অসম রাইফেলসের দুই জওয়ান আহত হয়েছেন। এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের সুরক্ষিত রাখতে গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ সন্দেহ করছে যে জঙ্গিরা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-খাপলাং এর ইউং অং গোষ্ঠীর সদস্য। অসম রাইফেলসের আধিকারিকরা জানিয়েছেন, আহত জওয়ানদের অসমের জোড়হাটের বিমান বাহিনী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আহত জওয়ানের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে সম্ভবত জঙ্গিরাও আহত হয়েছে এবং তাদের ধরতে অনুসন্ধান অভিযান চলছে। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আবহে অসম রাইফেলসের সেনাদের রাজ্যের সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হয়েছে যাতে বিদ্রোহী গোষ্ঠীগুলির শান্তি বিঘ্নিত করার কোনও প্রচেষ্টা ঠেকানো যায়। তবে তা সত্বেও হামলার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। মোন জেলার নিয়াসা গ্রামটি নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের সীমান্তে অবস্থিত। সূত্রের খবর অনুযায়ী, আসাম রাইফেলসের কর্মীরা আরও কোনও আক্রমণ এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।